প্রকাশিত: Mon, Jan 29, 2024 11:27 AM
আপডেট: Sat, May 10, 2025 8:14 AM

[১]বিজেপির সমর্থনে নবম বারের মতো বিহারের মুখ্যমন্ত্রী হলেন নীতীশ কুমার

ইকবাল খান: [২] রোববার সকালে ভারতে বিহারে লালু প্রসাদ যাদবের আরজেডি’র সঙ্গে ‘জোট’-এর মুখ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছিলেন নীতীশ কুমার। 

[৩] আনন্দবাজার জানায়, বিকেলে সেই নীতীশ কুমারই আবার বিজেপি জোটের সমর্থনে বিহারের মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিলেন। 

[৪] কিছুদিন ধরে ধারণা করা হচ্ছিল, নীতীশ আবার বিজেপি নেতৃত্বাধীন জোট এনডিএতে ফিরতে পারেন। নীতীশকে আটকানোর চেষ্টা করেছিলেন কংগ্রেস নেতৃত্ব। কিন্তু কিছুই কাজে আসেনি। 

[৫] নীতীশ কুমার ফিরেছেন বিজেপির কাছেই। বিহারে পুনর্গঠিত এনডিএর মুখ্যমন্ত্রী হিসাবে তিনি শপথ নিয়েছেন রোববার বিকেলে। 

[৬] এতে বড়সড় ধাক্কা খেল বিরোধী ‘ইন্ডিয়া’ ব্লক। লোকসভা ভোটে আসন ভাগাভাগি নিয়ে এমনিতে ইন্ডিয়ার শরিক দলগুলির সঙ্গে কংগ্রেসের টানাপড়েন চরমে। তার মধ্যেই লোকসভার আগে নীতীশ কুমারের পদত্যাগ এবং বিজেপির সমর্থন নিয়ে একই দিনে মুখ্যমন্ত্রী পদে শপথে বিরোধীদের ইন্ডিয়া ব্লক বড় ধাক্কা খেল বলে মনে করা হচ্ছে। 

[৭] নীতীশ কুমারের শপথগ্রহণের অনুষ্ঠানে হাজির ছিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নড্ডা প্রমুখ। 

[৮] নীতীশ কুমার মুখ্যমন্ত্রী আর উপমুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন বিজেপির সম্রাট চৌধুরী এবং বিজয় সিংহ।

 [৯] ২০০৫ সালে বিজেপির হাত ধরেই প্রথম বার বিহারের মুখ্যমন্ত্রী হয়েছিলেন তিনি। চতুর্থ বার সেই দলের হাত ধরলেন। 

[১০] রোববার সকালে মুখ্যমন্ত্রী পদ থেকে পদত্যাগ করে তিনি জানিয়েছেন, জোটে থেকে কাজ করতে পারছিলেন না। সহকর্মীদের পরামর্শে তাই ‘জোট’ ছেড়ে বেরিয়ে এসেছেন। 

[১১] তার কয়েক ঘণ্টার মধ্যেই আবার বিজেপির হাত ধরে বিহারের মুখ্যমন্ত্রী হয়েছেন। 

[১২] ২০২২ সালের আগস্টে বিজেপির হাত ছেড়ে লালু প্রসাদ যাদবের আরজেপি’র সঙ্গে ‘জোট’-এর হাত ধরেছিলেন নীতীশ। 

[১৩] ২০১৫ সালে  লালু প্রসাদের আরজেডি’র সঙ্গে ‘জোট’-এর হাত ধরে বিহার বিধানসভা নির্বাচনে জিতেছিলেন নীতীশ।

[১৪] ২০১৭ সালে সেই আরজেডির সঙ্গে জোট ছেড়ে আবার বিজেপির দিকে ঝোঁকেন নীতীশ। 

[১৫] ২০১৩ সালে মোদি বিজেপির প্রধানমন্ত্রী পদপ্রার্থী হওয়ার পর প্রথম সম্পর্ক ভেঙেছিলেন নীতীশ।